আমুদরিয়া নিউজঃ সিতাই বিধানসভা উপ নির্বাচনে দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে আগে থেকেই ১০০ শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ নির্বাচনের গণনা। ফলাফল জানা যাবে। তার আগে দলীয় নেতৃত্ব আশা করছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় লক্ষাধিক ভোটে জয়ী হবেন। শুক্রবার দিনহাটার আপন ঘর সভা কক্ষে গণনা সম্বন্ধীয় আলোচনা হয় এজেন্টদের নিয়ে। রুদ্ধদ্বার এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্য নেতারা।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, ভোট গণনায় যে সব কর্মীরা থাকবেন তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হল। এছাড়া গণনা সম্পর্কে কিছু টিপস দেওয়া হল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ১ লক্ষ কুড়ি হাজার ভোটে জিতবে আশা রাখছি।