আমুদরিয়া নিউজ : একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন যুগল। পরকীয়া সন্দেহে তাঁদের বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করলেন গ্রামবাসীরা। মালদার কালিয়াচকের ঘটনা। পাশাপাশি তাদের আটকাতে গেলে পুলিশকেও ছাড়েন না ক্ষিপ্ত জনতা। পরবর্তীতে যুগলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।
ঘটনা প্রসঙ্গে নিগৃহীতা তরুণীর তরফে জানা গিয়েছে, ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে যুবকের সঙ্গে দেখা হলে পূর্বপরিচিত হওয়ায় তাঁর সঙ্গে কথা বলছিলেন। সেই ‘অপরাধে’ই সালিশি সভা ডেকে ‘শাস্তি’ দিলেন গ্রামবাসী। তাঁদের উদ্ধারের চেষ্টা করতেই পুলিশের ওপর চড়াও হন বেশ কয়েক জন। ইটের আঘাতে গুরুতর জখম হন এক পুলিশকর্মী। ভাঙচুর করা হয় আইসির গাড়িতেও। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। পুলিশের ওপর হামলায় আটক করা হয়েছে তিন জনকে।
Leave a Comment