আমুদরিয়া নিউজ : বিবাহবার্ষিকীতে ঘর ফেরতা স্বামীকে ফুল ছিটিয়ে আপ্যায়ন করার ইচ্ছে ছিল বউয়ের। স্বামী ঘরে ফেরার মুহূর্তে তাঁকে সারপ্রাইজ দেওয়ার জন্য দরজার পেছনে গিয়ে লুকিয়ে পরেন স্ত্রী। স্বামী দরজা দিয়ে ঢুকতেই এক ঝুড়ি ফুল মাথায় ঢেলে দেন স্ত্রী। স্বামীও আপ্লুত। তবে স্বামীর হাতে ওটা কী ? স্ত্রীর নজর যেতেই দেখেন একটা ফুলের তোড়া। স্বামীও বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য মুখিয়ে ছিলেন। তাই যথারীতি উপহার নিয়েই বাড়ি ফিরেছেন। স্বামী স্ত্রীর এই ভালবাসার ভিডিও দেখে নেটপাড়ায় খুশির জোয়ার।
