আমুদরিয়া নিউজ : এলজিবিটিকিউ প্লাসদের আমেরিকার সেনাবাহিনীতে চাকরি নিষিদ্ধ করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করলেন ওয়াশিংটনের আরেক ফেডারেল বিচারক। এর আগে বিচারক আনা রেয়েস এই নিষেধাজ্ঞাকে অপমানজনক বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, এরুপ নিষেধাজ্ঞা জারি করে সকলের সমান অধিকার ও সুরক্ষাকে বিপদে ফেলা হচ্ছে।
টাকোমায় অবস্থিত মার্কিন জেলা আদালতের বিচারক বেঞ্জামিন সেটেল বলেছেন যে, গত চার বছর ধরে এলজিবিটিকিউ প্লাস সদস্যরা কোনও সমস্যা ছাড়াই সেনাবাহিনীতে কাজ করার পর কোনও প্রশাসনিক কারণ না দেখিয়ে কেন ট্রাম্প এমন নিষেধাজ্ঞা জারি করলেন। তার কারণই তিনি জানতে চেয়েছেন। তার রায়ে, সেটেল বলেছেন, সরকারের যুক্তিগুলি বিশ্বাসযোগ্য নয়। সামরিক বাহিনীতে এলজিবিটিকিউ প্লাসদের ওপর নিষেধাজ্ঞায় তাদের অশ্রদ্ধা করার সমান। কোনও প্রমাণ ছাড়াই সেনাবাহিনীর ওপর অবিশ্বাস রাখা ঠিক নয়।
প্রসঙ্গত ট্রাম্প ২৭ জানুয়ারী একটি নির্বাহী আদেশে সাক্ষর করেন যেখানে বলা হয়েছে যে এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের একজন সৈনিক যারা নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারেন তাঁরা সামরিক কাজের ক্ষেত্রেও ক্ষতিকর। এর ফলে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ একটি নীতি জারি করেন যা সমস্ত ট্রান্সজেন্ডারদের সামরিক চাকরি থেকে অযোগ্য ঘোষণা করে। দীর্ঘদিন ধরে কর্মরত বেশ কয়েকজন এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের সামরিক সদস্য বলেছেন যে এই নিষেধাজ্ঞা অপমানজনক এবং বৈষম্যমূলক। তাদের বরখাস্ত তাদের কেরিয়ারের এটা ভীষণ হতাশাজনক।
সেটেল মার্কিন নৌবাহিনীর কমান্ডার এমিলি শিলিং বলেন, তিনি প্রায় ২০ বছর একজন এলজিবিটিকিউ মহিলা হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এমন কোনও দাবি এবং প্রমাণ নেই যে তিনি এখন, অথবা কখনও, তার ইউনিটের সামরিক বাহিনীর অন্য কারোর জন্য প্রাণঘাতী বা ক্ষতিকর ছিলেন। ফলত ট্রাম্পের এই সিদ্ধান্তকে ঘিরে আরও জল ঘোলা হচ্ছে। কোনও প্রমাণ কিংবা যথাযথ যুক্তি ছাড়া কেউই এই সিদ্ধান্তকে মেনে নিতে রাজি নন।

এলজিবিটিকিউদের মার্কিন সেনাবাহিনীতে নিষেধাজ্ঞা স্থগিত করল আদালত
Leave a Comment