আমুদরিয়া নিউজ : একযোগে বিয়ে করলেন বিখ্যাত আফগান অলরাউন্ডার রশিদ খান ও তাঁর তিন ভাই। ২৬ বছর বয়সী রশিদ ছিলেন আফগানিস্তানের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর। একই দিনে বিয়ে হয়েছে তার আরও তিন ভাইয়ের।
তারা হলেন আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান। বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে অনুষ্ঠান হয়। তবে আফগানিস্তানের যা পরিস্থিতি তাতে দুনিয়াখ্যাত ক্রিকেটার কিংবা তাঁর ভাইদের স্ত্রীদের নাম বা পরিচয় জানা যায়নি।