আমুদরিয়া নিউজ : দশ ফুট লম্বা কুমির। তাও ভ্রুক্ষেপের কোনও বালাই নেই। অবশেষে কুমিরের কামড় খেয়ে ফিরতে হল পলাশ নামের পেশায় এক ব্যক্তিকে। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ব্যক্তি পেশায় বর্ডার সিকিউরিটি গার্ড। তাকে কুমিরের কাছে যেতে বারণ করা হলেও তিনি কথা শোনেননি। তিনি কুমিরের কাছে গিয়ে তার লেজে টান মারেন। পিঠেও হাত দেন। তাতেই কুমিরটি ভীষণ ক্ষেপে যায়। মুখ ঘুরিয়ে পলাশের বাঁ হাতে বসিয়ে দেয় কামড়। রক্তাক্ত অবস্থাতেই নিজেই হাসপাতালে যান পলাশ। এরপর প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন সুস্থ।
