আমুদরিয়া নিউজ : বাবা হওয়া কি মুখের কথা ? পিঠে একশোটির মতো ছানাপোনা। এইভাবেই সর্বত্র চড়ে বেড়াচ্ছে বাবা। সম্প্রতি গঙ্গা নদীর বুকে পিঠে একশোটির মতো ছানা সহ একটি কুমিরের ছবি তুলেছেন এক ব্যক্তি। কুমিরটি ঘড়িয়াল প্রজাতির কুমির। ছবি দেখে নেটিজেনদের কমেন্ট, যদি বাবারা সন্তানদের প্রতি এতটাই যত্ন নেন তা হলে প্রতিটি সন্তানের জীবনে কোনও চিন্তা আসবে না বলে উঠে এসেছে নানা মন্তব্য। তবে এই কুমির বাহিনীর কাছে যাওয়া এইরকম মুহুর্তে বিপজ্জনক হতে পারে বলে জানা গিয়েছে। এমনকি তাদের কাছে গেলে প্রাণের ঝুঁকিও আছে।
