আমুদরিয়া নিউজ : শনিবার, একটি বাইসন তান্ডব চালাল কোচবিহারের মাথাভাঙ্গার বিভিন্ন গ্রামে। মাথাভাঙ্গা ২ ব্লকের পূর্ব রুইডাঙ্গা, ঊনিশবিশা, পূর্ব পারাডুবি সহ কিছু গ্রামাঞ্চলে লোকালয়ে ঢুকে ব্যাপক তান্ডব চালায় সেটি। কয়েক বিঘা ভুট্টা, তামাক, ধানের ক্ষতি হয়। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। বন দফতর সূত্রে খবর, বাইসনটিকে ঘুমপাড়ানি গুলিতে অজ্ঞান করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা আবেদন জানালে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।
