আমুদরিয়া নিউজ : এ যেন বজরংববলি। রেলগেট পার হতে বাইক কাঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ট্রেন আসছিল। যথা সময়ে বন্ধ হয়ে যায় রেলগেট। তবে তর সয়নি বাইক আরোহীর। সিনেমার হিরোর মতোই বাইক তুলে নেন কাঁধে। সেভাবেই পার হন রেলগেট। যেচে বিপদ ঘাড়ে নওয়ার এই দৃশ্য দেখে সমাজমাধ্যমে তুমুল কথা বলাবলি শুরু হয়েছে। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, এভাবে প্রাণের ঝুঁকি না নেওয়াই ভালো।
