আমুদরিয়া নিউজ : শনিবার সন্ধ্যায় রাসমেলার উদ্বোধন হয়েছে। রবিবার থেকে পুরোদমে শুরু হল মেলার। শুরুর প্রথম রবিবারে বেশ জমে উঠল রাসমেলা। নাগরদোলা, ব্রেক ড্যান্স ইত্যাদি জয় রাইডগুলির মজা নিতে মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। খাবারের দোকানগুলিতেও ছিল প্রচুর মানুষ। খেলনা, চুড়ি মালা, হরেক মালের দোকানগুলিতেও উপচে পড়া ভিড় ছিল। শনিবার রাতে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয় কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার।
শুক্রবার রাসচক্র ঘুরিয়ে মদনমোহন ঠাকুরের রাস উৎসবের সুচনা করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। শনিবার রাসমেলা মাঠের পাশে এমজেএন স্টেডিয়ামে সাংস্কৃতিক মঞ্চে কোচবিহার পুরসভার চেয়ারম্যান, জেলা পুলিশ প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি,নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রাসমেলার উদ্বোধন হয়। ওই দিন থেকেই মেলায় বিভিন্ন দোকান পাটে পণ্য সামগ্রী বিক্রি করতে দেখা যায়। তবে নাগরদোলা ও অন্যান্য জয় রাইড আলোয় সজ্জিত থাকতে দেখা গেলেও চালু হয়নি। সেই দিক থেকে রবিবার ছিল মেলার প্রথম দিন।
এদিন সন্ধ্যা হতেই ঘুরতে শুরু করে নাগরদোলা। অন্যান্য রাইড গুলিও চালু হয়। রাসমেলার আনন্দে মেতে ওঠে কোচবিহারের মানুষ। খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, হই হুললোর, বিভিন্ন রাইডের মজা নেওয়ার মধ্যে দিয়ে রবিবার দিনটিতে মেলার আনন্দ নেন সাধারণ মানুষ। এদিন সন্ধ্যায় উদ্বোধন হয় সার্কাস।