আমুদরিয়া নিউজ : দীর্ঘ ১২ বছর পরে রঞ্জি ট্রফি খেলতে মাঠে নামলেন কোহলি। ম্যাচের দিন কোটলায় ভালো সংখ্যায় দর্শক সমাগম হতে পারে বলে মনে করা হলেও বৃহস্পতিবার সকালে অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরের দৃশ্যটি অবিশ্বাস্য ছিল। কোহলিকে দেখতে ক্রিকেট প্রেমীদের ভীড় উপচে পড়ে স্টেডিয়ামে। ম্যাচটি টেলিভিশনে সম্প্রচারণের কথা ছিল না। তবে কোহলির জন্য শুধু ম্যাচই নয়, বরং প্র্যাক্টিস সেশনেরও ভিডিও দেখা যায় জিও সিনেমা ও স্পোর্টস-১৮ তে।