আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার এর বীরপাড়ায় সুবোধ সেন অন্ধ বিদ্যালয়ে বুধবার নির্বাচক সাক্ষরতা ক্লাব দ্বারা আয়োজিত হলো দৃষ্টিহীন শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোটার সচেতনতা শিবির। এদিন শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন। নির্বাচক সাক্ষরতা ক্লাবের সদস্যরা শিক্ষার্থীদের নির্বাচক তালিকায় কিভাবে নাম অন্তর্ভুক্তি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আঠারো বছর বয়স হলেই নির্বাচক তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সহ ভোটদান ও ভোটারদের কি কি বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে সে বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ইলেকটোরাল লিটারেসি ক্লাবের সদস্যরা, জেলা নির্বাচন দপ্তরের প্রতিনিধি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গন।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম