আমুদরিয়া নিউজ : রাসমেলায় নাগরদোলা, ব্রেক ড্যান্স, ড্রাগন ট্রেন, মিকি মাউস জাম্পিং, ওয়াটার টয় রাইডিং সহ অন্যান্য জয় রাইড নিয়ে ছোট থেকে বড় সকলেরই ভীষণ উৎসাহ দেখা যায়।
তবে এবছর এই সব জয় রাইডের পাশাপাশি রাসমেলায় ভূতুড়ে গুহা ঘিরে কৌতূহলের শেষ নেই।
এবার মেলার সার্কাস গ্রাউন্ড সংলগ্ন নাগরদোলার পাশে সকলের নজর কাড়ছে ভূতিয়া গুহা। আর এই গুহাতে ঢুকে ভূতুড়ে ফিলিংস নিতে উৎসাহ দেখা যাচ্ছে মেলায় আগত দর্শনার্থীদের।
টিকিট মূল্য ৫০ টাকা।