আমুদরিয়া নিউজ : দিন দিন সাইবার ক্রাইমের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ডিজিটাল অ্যারেস্ট-এর নামে সাইবার ক্রাইমের ঘটনা নিয়ে সাড়া পড়ে গিয়েছে। এই সব বিষয়ে মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল তুফানগঞ্জ থানার পুলিশ। সাইবার ক্রাইম নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ই- রিক্সার দুটি ভ্রাম্যমাণ ট্যাবলোর সূচনা করল পুলিশ।
তুফানগঞ্জ থানার পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার এই সচেতনতামূলক ট্যাবলোর সূচনা করেন। তুফানগঞ্জ এবং বক্সিরহাটের বিভিন্ন জনবহুল এলাকায় এই ট্যাবলো দুটি প্রচার চালাবে।
পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার জানান, সাইবার ক্রাইম নিয়ে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষকে সচেতন করা হলে এই ধরনের অপরাধ অনেকটাই কমবে।