আমুদরিয়া নিউজ : ঘূর্ণিঝড় ফেনজল আজ শনিবার বিকেলে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে আছড়ে পড়বে। এতে করাইকাল ও মহাবলিপুরমে ব্যাপক প্রভাব পড়বে। আবহাওয়া মন্ত্রক জানিয়েছে, ওই সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। হতে পারে ৯০ কিলোমিটার পর্যন্ত। ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরাম, কাল্লাকুরিচি ও কুদ্দালোর জেলা এবং পুদুচেরিতে ভারী বৃষ্টি হতে পারে।
ঝড়ের কথা মাথায় রেখেই এদিন চেন্নাই বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইনসের সব উড়ান বাতিল হয়েছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটও নিয়ন্ত্রিত হচ্ছে। ওই এলাকার সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বেড়ে গেছে। ঝড়প্রবণ এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। ঝড়ের সময় জেলে এবং মাছ ধরার নৌকাগুলোকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।