আমুদরিয়া নিউজ: আন্দামানের উত্তর অংশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ক্রমশ তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। আজ সোমবার থেকে বুধবারের মধ্যে সেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সেজন্য ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড় হলে ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে উপকূলবর্তী এলাকায়। নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।
