আমুদরিয়া নিউজ : মা ঘুমিয়ে আছেন বিছানায়। ঘরে ঢুকে বাবা তাঁর ছেলেকে ইঙ্গিত করলেন চটি দিয়ে যেন সে তার মাকে মারে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেহাত মজা করার জন্যই বাবা ছেলের এই খেলা। ছেলেও বেশ মজা পেয়েছে বলেই বোঝা গেল। হাসি হাসি মুখ করে হাতে চটি নিয়ে সে তার মাকে মেরে এলো। কিন্তু শেষ হাসিটা বাবাই হাসলেন। মাকে মেরে চপ্পল হাতে নিয়ে ছেলে দরজা দিয়ে পালাতে চেয়েছিল। শিশুটির মুখের ওপরই দরজা বন্ধ করে দেন বাবা। ভিডিওয় ভেতর থেকে চিৎকার শোনা গেল ছোট্ট শিশুটির। বাবা দরজার হাতল চেপে ধরে বিগলিত হাসি হাসলেন। ভাবটা এমন যেন সাপও মরল লাঠিও ভাঙলো না।
