আমুদরিয়া নিউজঃ রাত ৮ টা ৪০ মিনিটে পদাতিক এক্সপ্রেস এনজেপি স্টেশন ছেড়ে যাওয়ার পর শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার আর কোনো ট্রেন নেই। বিমান ও বাস পরিষেবাও সেই অর্থে নেই। তাই কাজকর্ম সেরে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি থেকে রাতে অনেক যাত্রী ট্রেনে করে কলকাতা যেতে চাইলেও সম্ভব হয় না। শিলিগুড়ি থেকে রাত্রি দশটা নাগাদ একটি ট্রেন কলকাতা পর্যন্ত চালু করা যায় কি না সেই বিষয়ে সম্ভাবনা কথা জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ।
এই বিষয়ে তিনি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়ের সাহায্য প্রার্থনা করেছেন। বিধায়ক শঙ্কর ঘোষ জানান, শিলিগুড়ি উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ শহর। রাত্রি ৮ টা ৪০ মিনিটের পর এখান থেকে কলকাতা যাবার জন্য ট্রেন, বাস, বিমান পরিষেবা সেই অর্থে নেই। তাই রাত্রি ১০ টার পর এখান থেকে কলকাতা যাবার একটি ট্রেন চালু করা গেলে অনেকের সুবিধা হতো। ট্রেন চালু করা যায় কি না, সেই সম্ভাবনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়াও জন্য রেলমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে।