আমুদরিয়া নিউজ : নেটপ্রভাবী এবং মডেল হানা ডেভিস সম্প্রতি নিজের একটি ডেটের কথা প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। একটি ডেটিং সাইটে নাম লেখান তিনি। সেখানেই এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। কিছুদিন কথপোকথন চলার পর হানার বাড়ির কাছাকাছি একটি পাবে দেখা করার সিদ্ধান্ত নেন দু’জন। পাবে যেতেই ওই যুবক হানাকে জানান, তিনি ভেগান। অর্থাৎ, মাছ মাংস তো দূর, কোনও প্রাণীজ খাবারই তিনি খান না। সবচেয়ে বড় চমক আসে এর পরেই। যুবক জানান, তাঁর সবচেয়ে প্রথমে খাওয়ার ইচ্ছে মানুষের মাংস! এহেন স্বীকারোক্তি শোনার পরেই কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন হানা। আর কোনও দিন যুবকের সঙ্গে দেখা করেননি তিনি।
