আমুদরিয়া নিউজ ডেস্ক : অসম পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর জুনমনি রাভার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৯ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সিবিআইয়ের সুপারিশে ওই তদন্ত হচ্ছে। অভিযোগ, ওই ঘটনার তদন্তের নথিপত্রে কারচুপি করেছেন এই সন্দেহে ওই ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে। এঁরা হলেন .জখলাবান্ধার অফিসার ইনচার্জ পবনা কলিতা, হোয়বরগাঁও আইসি অভজ্যোতি রাভা, নগাঁও টিএসআই উৎপল বৈশ্য, মেরিকলং এসআই মনোজ বড়ুয়া, জাখালাবান্ধার এসআই জাকারিয়া চৌধুরী, কনস্টেবল রেব বড়ুয়া ও মজিবুর রহমান।
সিবিআই সন্দেহ করেছে, ওই অফিসার পুলিশকর্মীরা মৃত্যুর ঘটনার প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে। বিভাগীয় তদন্তের পাশাপাশি দুই হোম গার্ড, চন্দ্র বোরা ও আনারুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।
গত ১৬ মে, ২০২৩ জাখালাবান্ধা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় তার প্রাগাড়ি নিয়ে যাওয়ার সময়ে একটি ট্রাক ধাক্কা মারলে জুনমনি রাভার মৃত্যু হয়। সাব-ইন্সপেক্টর তথা ওই এলাকার ওসি হিসেবে জুনমনি নকল সোনা চোরাচালান সংক্রান্ত মামলার তদন্ত করছিলেন।