আমুদরিয়া নিউজ : কালীপুজোর পরদিন শুক্রবার কলকাতার গড়ফার একটি ফ্ল্যাট থেকে মিলল মধুরিমা রায় নামে এক তরুণীর দেহ। তিনি তাঁর লিভ ইন পার্টনার বিকাশ দত্তের ফ্ল্যাটে ছিলেন। কালীপুজোর রাতে তাঁরা সেখানে পার্টি করেছেন। পরদিন ফ্ল্যাটেই তাঁর মৃতদেহ মেলে। ঘরে মিলেছে একাধিক মদের বোতল, সিগারেটের প্যাকেট। ওই তরুণীর ডিভোর্সের মামলা চলছে। তাঁর স্বামী অভিযোগ করেছেন, মধুরিমাকে খুন করা হয়েছে। কিন্তু, বিকাশের দাবি, তিনি কিছু জানেন না। তাঁর দাবি, তাঁর মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, এসে দেখেন মধুরিমা অচৈতন্য হয়ে পড়ে আছে। হাসপাতালে নিলে তাঁকে মৃত বলা হয়।