আমুদরিয়া নিউজ : আমেরিকায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে দাবানল দ্রুত ছড়াচ্ছে। বুধবার রাত অবধি দাবানলে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এক হাজারের বেশি বাড়ি পুড়েছে। সোসাল মিডিয়ায় দেখা গিয়েছে, আতঙ্কিত মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। দমকল আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই শহরে বেশ কয়েকজন হলিউড তারকার বাড়ি। সেগুলোরও ক্ষতি হয়েছে। কয়েকজন তারকা সোশাল মিডিয়ায় বলেছেন, ঘরদোর, সম্পদের চেয়েও বাসিন্দাদের নিজেদের ও প্রতিবেশীকে বাঁচানোয় জোর দিতে হবে।