আমুদরিয়া নিউজ : চিনে তিব্বতের পাহাড়ি এলাকায় প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৬ জন। চাপা পড়ে থাকাদের মধ্যে ৪০০ জনকে উদ্ধার করা হয়েছে. আরও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার যেখানে ভূমিকম্প হয়েছে তা মাউন্ট এভারেস্টের পাদদেশের ৫০ মাইল দূরেরএলাকায় প্রবল ঝাঁকুনি দিয়েছে। তাতে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উদ্ধারের কাজে বিঘ্ন ঘটছে শৈত্য প্রবাহের কারণে। কারণ ওই এলাকায় তাপমাত্রা রাতে মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস। দিনে তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে, উদ্ধারের কাজে বিঘ্ন ঘটছে।