আমুদরিয়া নিউজ : লক্ষ্মীপুজোর আয়োজনে মগ্ন হলেন দেবলীনা কুমার। টলিউড ইন্ডাস্ট্রিতে দেবলীনা কুমার স্বনামধন্যা এবং তিনি কিংবদন্তি উত্তমকুমারের নাতবউ অর্থাৎ অভিনেতা শ্রী গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী । উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজো বরাবরই বিখ্যাত। বর্তমানে নাতবউ দেবলীনাও ভক্তিভরে এই পুজো করে থাকেন। নিজের নাচের স্কুলেও মহা সমারোহে দেবলীনা লক্ষ্মীপুজো করেন। স্কুলে সরস্বতী পুজোর পাশাপাশি লক্ষ্মীপুজোও পুজো হয়ে থাকে।