আমুদরিয়া নিউজঃ এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। বুধবার সন্ধ্যায় দেহটি উদ্ধার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। কোচবিহারের খাগরাবাড়ি নেতাজি মোড় এলাকার ঘটনা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুদিন থেকে প্রতিবেশীরা দুর্গন্ধ পাচ্ছিলেন। তারা ভেবেছিলেন, বাড়ির আশেপাশে ইদুর, বিড়াল ইত্যাদি কিছু মারা গিয়েছে। কিন্তু বন্ধ থাকা ওই বাড়ির একটি জানালা খোলা থাকায় বিষয়টি সামনে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। এলাকাবাসীদের অনুমান, বেশ কিছু দিন আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দেহটি পচে গিয়েছে। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, ওই ব্যক্তি একাই সেই বাড়িতে থাকতেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে আছে। তারা ওই ব্যক্তির সঙ্গে থাকেন না।