আমুদরিয়া নিউজ : দেশের কর্মসংস্কৃতি বদলাতে সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের নিদান দিয়েছিলেন ‘লারসেন অ্যান্ড টুব্রো’ কোম্পানির চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যম। তাঁর দাবি, “রবিবারও সংস্থার কর্মীদের আরও কাজ করা উচিত। তিনি বলেছিলেন, কর্মীরা বাড়িতে বসে কতক্ষণ বইয়ের মুখ দেখবেন? তা নিয়ে সোশাল মিডিয়ায় নিন্দার ঝড়।
এবার সরব হলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। তিনি কড়া ভাষায় নিন্দা করে লিখেছেন, এই ধরনের সিনিয়র পদে থাকা লোকজনকেও এমন বিবৃতি দিতে দেখে হতবাক হচ্ছি। সেই সঙ্গে তাঁর মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দীপিকা।