আমুদরিয়া নিউজ : উত্তরাখন্ডে অনুষ্ঠিত জাতীয় গেমস্ এ তিরন্দাজিতে মহিলা রিকার্ভে ব্যাক্তিগত বিভাগে সোনাজয় করলেন ৪ বারের অলিম্পিয়ান দীপিকা কুমারী। ৩০ বছর বয়সী ভারতীয় তীরন্দাজ এছাড়াও রিকার্ভ মিক্স দলীয় বিভাগে ব্রোঞ্জ এবং মহিলা দলীয় বিভাগে রুপো জয় করেন। তিনি বাংলার মেয়ে হলেও খেলছেন ঝাড়খন্ডের হয়ে।