আমুদরিয়া নিউজ : শনিবার সকালে একটি হরিণ শাবক জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানে। দিশেহারা হরিণ শাবকটি ঢুকে পড়ে এক চা শ্রমিকের বাড়ির একটি ঘরে। খবর পেয়ে চা বাগানের এক যুবক হরিণ শাবকটিকে উদ্ধার করেন ও বন কর্মীদের খবর দেন। যুবকটি বুঝতে পারেন হরিণ শাবকটি ক্ষুধায় কাহিল হয়ে পড়েছে। যুবকটি হরিণ শাবককে খাইয়ে সুস্থ করেন। বন কর্মীরা চা বাগানে পৌঁছালে ওই যুবক হরিণ শাবকটিকে তাদের হাতে তুলে দেন। বন কর্মীরা জানান হরিণ শাবকটির স্বাস্থ্য পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
