আমুদরিয়া নিউজ: মঙ্গলবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহেস মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার খেলার যোগ্যতা নিয়ে সংশয় তৈরি হয়। এই নিয়ে চিন্তিত আর্সেনাল।