আমুদরিয়া নিউজ : দিল্লির ময়ূর বিহারের একটি গির্জায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। মা-মেরির এক্কটি মুরতি ভাঙচুরও হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে। যে ব্টিযক্তি হামলা চালিয়েছে সে মোটরবাইকে গিয়েছিল বলে সিসি ক্যামেরায় দেখা গিয়েছে। তবে চার্চ কর্তৃপক্ষ এখনই কোনও অভিযোগ দায়ের করতে রাজি হননি।
