আমুদরিয়া নিউজ : দিল্লির বায়ুর মানের চরমভাবে পতন ঘটে এদিন “তীব্র বিপদজনক” শ্রেণীতে দাঁড়িয়েছে। এদিন দিল্লির বায়ুমানের সূচক ছিল ৩৭৫, যদিও আশেপাশের অঞ্চলগুলো যেমন, আর কে পুরম (৪০১) , সিরি ফোর্ট (৪২৬), পাটপারগঞ্জ (৪১০), দ্বারকা সেক্টর ৮ (৪০৫) ইত্যাদি জায়গায় এই সূচক ৪০০ ছাড়িয়েছে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এর তথ্য অনুযায়ী।
১লা জানুয়ারি সামান্য বৃষ্টির দরুন এই সূচক অনেকটা কমে গিয়ে বায়ুর মান “সহণযোগ্য” হয়েছিল। যদিও পরেরদিন থেকেই আবার এই সূচক আকাশপানে পাড়ি দিতে থাকে।
GRAP স্টেজ ৩ এর নিয়মানুসারে, একিউএই ৩৫০ পেরোলে সেই স্থানে নির্মানকার্য স্থগিত রাখা হয়। এদিন পুনরায় সেটি চালু করা হয়েছে