আমুদরিয়া নিউজ : আজ, শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটগ্রহণ হবে। দিল্লি হাইকোর্ট শর্তসাপেক্ষে ওই ভোটগ্রহণের অনুমতি দিয়েছে। তবে ভোটগ্রহণ হলেও এখনই ভোটগণনা করে ফল ঘোষণা করা যাবে না বলে হাইকোর্ট জানিয়ে দিয়েছে।
হাইকোর্টের নির্দেশ, বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোটের প্রচারের সময়ে গোলমালের জেরে যে সব স্থাপত্য ও অন্যান্য জিনিস ভাঙচুর হয়েছে তা পুনর্স্থাপনের পরেই ভোটের ফল প্রকাশ হবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় লক্ষ ছাত্রছাত্রী রয়েছেন। সেখানে আপ এবং বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠনের সঙ্গে বামপন্থী মনোভাবাপন্ন কয়েকটি সংগঠনও ভোটে অংশগ্রহণ করছে।