আমুদরিযা নিউজ ব্যুরো : ডেলিভারি করতে দেরি হয়েছিল । তাঁকে বকাবকি করা হযেছিল। তাই অপমানে আত্মঘাতী হয়েছে একজন ডেলিভারি বয়। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোলাথুর এলাকায়। ১১ সেপ্টেম্বর কোরাত্তুর এলাকায় একটি বাড়িতে পণ্য ডেলিভারি করতে গিয়েছিলেন। কিন্তু, বাড়িটি খুঁজে পেতে দেরি হয়। দেরি হওয়ায় সেখানে সে গালাগাল খায়। তার দুদিন পরে সে আত্মঘাতী হয়।
