আমুদরিয়া নিউজ ডেস্ক : ক্যাশ অন ডেলিভারিতে আইফোন দিতে গিয়েছিলেন এক ডেলিভারি বয়। দেড় লাখ টাকা দাম ফোনের। ফোন নিয়ে টাকা না দিয়ে ডেলিভারি বয়কে আটকে মারধরের পরে খুন তাঁর দেহ বস্তায় পুরে খালে ফেলে দেওয়া হয়। লখনউ এর ঘটনা। পুলিশ তদন্তে নেমে মোবাইলের কল রেকর্ড, লোকেশন দেখে গজানন এবং আকাশ নামে দুজনকে ধরে। পুলিশের দাবি, জেরায় আকাশ খুনের কথা স্বীকার করে নেয়।
