আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন। এই সফরে আলিপুরদুয়ার এর কালিচিনি ব্লকের সুভাষিণী চা বাগান ময়দানে তেইশ জানুয়ারি সভা করবেন এবং উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবার শংসাপত্র তুলে দেবার পাশাপাশি বিভিন্ন জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করবেন বলে জানা গেছে। জানুয়ারির বাইশ তারিখ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তিনি কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করবেন। তার আগেই পৃথক তরাই ডুয়ার্স আদিবাসী উন্নয়ন বোর্ড গঠনের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের আলিপুরদুয়ার জেলা শাখা।
সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি রাজু বারলা জানান বিষয়টি নিয়ে সংগঠনের আলিপুরদুয়ার জেলা কমিটি ও কোর কমিটি রবিবার হাসিমারায় একটি বৈঠক করে ও পৃথক তরাই ডুয়ার্স আদিবাসী উন্নয়ন বোর্ড গঠনের প্রস্তাব গ্রহন করে।
তিনি আরও বলেন রাজ্যে আদিবাসী উন্নয়ন বোর্ড আছে কিন্তু বিগত বাইশ মাস যাবৎ এই বোর্ড অকেজো। তরাই ডুয়ার্সের আদিবাসীদের উন্নয়নে এই বোর্ড কোনো করছেনা ফলে তরাই ডুয়ার্সের আদিবাসীরা বঞ্চিত হয়ে আছে। এ কারনেই তারা তরাই ডুয়ার্সের আদিবাসীদের উন্নয়নের জন্য পৃথক আদিবাসী উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী জেলায় আসছেন, বিষয়টি নিয়ে কথা বলার জন্য সংগঠনের পক্ষ থেকে সময় প্রার্থনা করা হবে। সময় বরাদ্দ হলে তাদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর হাতে দাবিপত্র তুলে দেবেন।
সময় বরাদ্দ না হলে তারা কলকাতায় মুখ্যমন্ত্রীর দপ্তরে দাবিপত্র পেশ করবেন। দাবি পূরন না হলে পথে নেমে আন্দোলন শুরু করা হবে বলেও জানান রাজু বারলা।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম