আমুদরিয়া নিউজ : শৈল শহরে বেড়াতে আসা পর্যটকদের জন্য খুশির খবর। পর্যটন মরশুমে দার্জিলিংয়ে বাড়ানো হল ট্রয়ট্রেন। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে দার্জিলিং-ঘুম রুটে আরও ৪ টি ডিজেল ইঞ্জিন চালিত টয়ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। আগে ৮টি জয়রাইড চলছিল, আরও চারটি চালু করা হল। আগামী ৫ ডিসেম্বর অবধি প্রতিদিন এই জয়রাইড চলবে। এ বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেল একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
পর্যটন মরশুমে দার্জিলিংয়ে টয়ট্রেনের চাহিদা থাকে তুঙ্গে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। তাই দার্জিলিং-ঘুম জয়রাইডের চাহিদা তুঙ্গে। ৮টি জয়রাইড দিয়ে সেই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণেই আরও চারটি জয়রাইড চালু করা হল।