আমুদরিয়া নিউজঃ বাম সংগঠনের বিক্ষোভ মিছিল কোচবিহারে। মঙ্গলবার দুপুরে বাম কৃষক-শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরে এই বিক্ষোভ মিছিল করা হয়। মূলত কৃষি ঋণ মুকুব ও সারের কালোবাজারি বন্ধের দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের নেতা-কর্মীরা। এদিন সংগঠনের তরফে সাগরদিঘির পাড়ে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের কাছে ১৪ দফা দাবিতে ডেপুটেশন দেয়।
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহারের সিপিএম নেতা অনন্ত রায়, তমসের আলি, ফরওয়ার্ড ব্লকের নেতা দীপক সরকার ও অন্যান্য নেতা কর্মীরা। বাম নেতৃত্বের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সারের কালোবাজারি করছেন। ফলে কৃষকরা সমস্যায় পড়ছে। এর পাশাপাশি কৃষি ঋণ মুকুবের দাবি জানিয়েছেন তারা।