আমুদরিয়া নিউজ : শীত বিদায় নিয়ে গরম পড়তে না পড়তেই আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে প্রতিরোধ সব চেয়ে বড়ো হাতিয়ার। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাথমিক স্কুল সমূহের পড়ুয়াদের দেওয়া হলো সচেতনতার পাঠ। ডেঙ্গু প্রতিরোধে পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, বাড়ির আশেপাশে কোথাও জল জমতে না দেওয়া, মশারি খাটিয়ে ঘুমানো সহ আরও বেশ কিছু বার্তা দেওয়া হয় পড়ুয়াদের। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন করার লক্ষ্যেই এই কর্মসূচি।