আমুদরিয়া নিউজ : কদিন আগেই আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, গ্রিনল্যান্ড তিনি নিতে চাইছেন। আমেরিকার গ্রিনল্যান্ড কেনা দরকার। এই ঘোষমার দুদিনের মাথায় বুধবার ডেনমার্ক সরকার গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা খাতে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করেছে।
গ্রিনল্যান্ড দ্বীপ হল ডেনমার্কের অধীনে রয়েছে। সেটি স্বায়ত্তশাসিত। গ্রিনল্যান্ডে আমেরিকার মহাকাশ প্রকল্পের কেন্দ্র রয়েছে। আমেরিকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি. কারণ, উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত জলপথ এখান দিয়েই। তা ছাড়া এই দ্বীপে প্রচুর খনিজ সম্পদ মজুত রয়েছে।
ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন সংবাদ মাধ্যমে জানান, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা প্যাকেজে কমপক্ষে ১৫০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হবে। সেই টাকায় দুটি নতুন পরিদর্শন জাহাজ, দুটি নতুন দূরপাল্লার ড্রোন কেনা হবে। ২টি অতিরিক্ত কুকুর টানা স্লেজ গাড়ি দলের ব্যবস্থা হবে। গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আর্কটিক কমান্ডের কর্মী বাড়ানো ও দ্বীপটির তিনটি বেসামরিক বিমানবন্দরের মধ্যে একটিকে এফ-৩৫ সুপারসনিক যুদ্ধবিমান উঠানামার উপযোগী করা হবে। অর্থাৎ আমেরিকার গ্রিনল্যান্ড কেনার স্বপ্নে আপাতত ইতি হল বলে মনে করছেন অনেকেই।