আমুদরিয়া নিউজ : বনবস্তিবাসীদের সার্বিক উন্নয়নের স্বার্থে শুক্রবার বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ডেপুটি ফিল্ড ডিরেক্টর কে ডেপুটেশন দিল সিটু। এদিন সিটুর আলিপুরদুয়ার জেলা কার্যালয় থেকে মছিল করে সিটু কর্মী সমর্থকরা বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর এর দপ্তরে যান ও ডেপুটেশন প্রদান করেন। সিটুর আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি বিদ্যুৎ গুন জানান বনবস্তিবাসীদের আইন অনুযায়ী সমস্ত অধিকার কার্যকরী করা, বন বস্তি বাসিন্দাদের উচ্ছেদ বন্ধ করা, বন ও বন্যপ্রান রক্ষার্থে বনবস্তির যুবকদের নিয়ে বনরক্ষী বাহিনী গঠন করা, ফরেস্ট ভিলেজ ডেভেলপমেন্ট ডিভিসনকে কড়্রযকরী করে বন বস্তির উন্নয়ন এর জন্য অর্থ বরাদ্দ করা, বন দপ্তরের সমস্ত শুন্যপদে কর্মী নিয়োগ করা, সমস্ত বন বস্তিতে পানীয় জল সরবরাহ সহ ভ্রাম্যমাণ মেডিক্যাল ভ্যানের ব্যবস্থা করা প্রভৃতি দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটি ফিল্ড ডিরেক্টর ডেপুটেশন গ্রহন করে জানান, দাবিগুলি বিবেচনার জন্য তিনি দাবিপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাঠাবেন।