আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরী চা বাগানের বেশ কয়েকজন চা শ্রমিক চা বাগানের কর্মজীবন বছর কয়েক আগে অবসর গ্রহন করলেও হাতে পাননি গ্র্যাচুইটির টাকা। চা বাগান কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও হয়নি কাজ। মঙ্গলবার অবসরপ্রাপ্ত চা শ্রমিকরা দল বেঁধে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের মুখ্য কার্যালয় ডুয়ার্স কন্যায় গিয়ে সহকারী শ্রম কমিশনারকে তাদের বকেয়া গ্র্যাচুইটির টাকা দ্রুত প্রদানের দাবিতে ডেপুটেশন দেন। ডেপুটেশন গ্রহন করে সহকারী শ্রম কমিশনার জানান তিনি চা বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলে বকেয়া গ্র্যাচুইটির টাকা যাতে দ্রুত অবসরপ্রাপ্ত চা শ্রমিকরা পান তার উদ্যোগ গ্রহন করবেন।