আমুদরিয়া নিউজ : মহারাষ্ট্র সরকারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ চলছিল সচিবালয়ে। সেটি একটি ভবনের চারতলায় অবস্থিত। আচমকা সেখান থেকে ধাঁপ দেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার এনসিপি বিধায়ক নরহরি জিরোয়াল। একইসঙ্গে ঝাঁপ দেন মহারাষ্ট্রের দুই আদিবাসী বিধায়কও। কিন্তু ব্যালকনিতে জাল থাকায় তারা তাতে আটকে যান। পরে পুলিশ ও দমকল তাঁদের উদ্ধার করে। ওই রাজ্যের ধাঙর গোষ্ঠীকে তফসিলি জনজাতি হিসেবে ঘোষণা করার বিরোধিতায় প্রতিবাদ দেখাচ্ছিলেন তাঁরা।
