আমুদরিয়া নিউজ : ডেরা সাচ্চা সৌদার গুরু, যিনি ধর্ষণে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাঁর ২০ বছরের জেল হয়েছে। কিন্তু, নানা সময়ে তিনি প্যারোলে জেল থেকে ছাড়া পাচ্ছেন। হরিয়ানায় ভোটের দেরি নেই। তার আগে ফের তিনি কদিনের জন্য ছাড়া পেলেন। নির্বাচন কমিশনও তা অনুমোদন করেছে। তবে তিনি হরিয়ানায় ঢুকতে পারবেন না।
ভোটের কাজে সোশাল মিডিয়ায় বা অন্য কোনওভাবে অংশ নিতে পারবেন না। গত ৯ মাসে এই নিয়ে তিনি ১৫ বার প্যারোল পেলেন। ৫ অক্টোবর হরিয়ানায় ভোট। ২০১৭ সালে রামরহিম দুই ভক্তকে ধর্ষণে দোষী সাব্যস্ত হন। তবে হত্যা মামলায় নিম্ন আদালতে সাজা পেলেও পরে হাইকোর্টে বেকসুর হন।