আমুদরিয়া নিউজ: আবার জল ছাড়ছে ডিভিসি। সরকারি সূত্র বলছে, ডিভিসির একাধিক গেট খুলে জল ছাড়া হচ্ছে। যদিও আগের থেকে জলের পরিমাণ কিছুটা কম। ডিভিসির মাইথন বাঁধ থেকে ৬ হাজার কিউসেক জল, পাঞ্চেত থেকে ২০ হাজার কিউসেক জল এবং দুর্গাপুর ব্যারেজ থেকে ৩৪ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টি হচ্ছে। দামোদরের জল বাড়ছে। ডিভিসি সে জন্য জল ছাড়ছে বলে দাবি। কদিন আগেই ডিভিসর জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।