আমুদরিয়া নিউজ ব্যুরো : পর পর দুদিন লেবাননে পেজার হামলা ও ওযাকি টকি হামলার পরে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের চিফ হাসান নাসারুল্লাহ হুমকি দিযেছিলেন। তিনি বলেছিলেন, সব সীমা পেরিয়েছে ইজরায়েল, তারা দেখে নেবেন। এই হুমকিকে পাত্তা না দিয়ে ফের বৃহস্পতিবার লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। ইসরায়েল দাবি করছে,, তারা হিজবুল্লাহর ১০০টির বেশি রকেট লঞ্চার ধ্বংস করেছে। দক্ষিণ লেবাননে একটি অস্ত্রাগারও ধ্বংস করেছে। লেবাননের সরকারি সূত্র বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের দক্ষিণে অন্তত ৫২টি হামলা চালানো হয়েছে। লেবাননও ইসরায়েলের উত্তরে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
গত মঙ্গল ও বুধবারের লেবাননে হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। বৃহস্পতিবার সন্ধ্যার বিবৃতিতে হাসান নাসারুল্লাহ বলেন, শত্রুপক্ষ সকল নিয়ম, আইন এবং রেড লাইন অতিক্রম করেছে। তারা নৈতিক, মানবিক, আইনগতসহ কোনোকিছুই পরোয়া করেনি। সরাসরি হুমকি দিয়ে নাসারুল্লাহ বলে দেন, তোমরা আবার চ্যালেঞ্জ করেছ। আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি। আমি নেতানিয়াহু ও গ্যালান্টকে বলতে চাই, তোমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না।