আমুদরিয়া নিউজ : আমেরিকা ফেরত অবৈধ অভিবাসীদের জন্য ভ্যান পাঠিয়ে বিতর্কে হরিয়ানা সরকার। কারণ ওই ভ্যান বন্দিদের আনা নেওয়ার কাজে ব্যবহার হয়ে থাকে। যার ফলে আপ ও কংগ্রেসের নিন্দার মুখে পড়তে হয়েছে তাদের। অমৃতসরে পৌঁছানোদের মধ্যে ৩৩ জন হরিয়ানার ছিল। সমালোচকরা বলছেন, সরকারেরর যুবকদের পাশে থাকা উচিত।
