আমুদরিয়া নিউজঃ আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটে কোচবিহারে বিজেপিকে শূন্য করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার মাথাভাঙার নজরুল সদনে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকে ওই বার্তা দেন দেবাংশু। এদিনের অনুষ্ঠানে তিনি সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ করেন। আর জি কর প্রসঙ্গ টেনে এনে ওই ঘটনা নিয়ে সিপিএম-বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগের সুর দেবাংশুর গলায়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, যুব সভাপতি কমলেশ অধিকারী, ছাত্রনেতা সায়নদ্বীপ গোস্বামী ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা। উল্লেখ্য গত বিধানসভা ভোটে ৭ টি আসন জিতে ছিল বিজেপি। পরে উপ নির্বাচনে ১টি আসন তৃণমূল কংগ্রেস উদ্ধার করে। এদিনের মঞ্চ থেকে আগামী বিধানসভা ভোটে বিজেপিকে কোচবিহারের একটি আসনও জিততে না দেওয়ার কথা বলেন তিনি।