আমুদরিয়া নিউজ : কোচবিহার মদনমোহন মন্দিরে পুরোহিত নিয়োগ বিশ বাঁও জলে। তা নিয়ে হতাশ আবেদনকারীরা। জানা গিয়েছে, মদনমোহন মন্দিরে পুরোহিত ও ভোগ পাচকদের নিয়োগের জন্য গত ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও এখনও পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে পারেনি দেবত্র ট্রাস্ট বোর্ড। আর এই নিয়ে হতাশ আবেদনকারীরা। আরও জানা গিয়েছে, শুধু পুরোহিত নয়, দেউড়ি থেকে শুরু করে অফিস কর্মীর অনেক পদ ফাকা রয়েছে। এমনকি দেবতাদের পুজোয় ব্যাঘাত না ঘটে তার জন্য বিভিন্ন মন্দিরে পুরোহিতদের অবসর গ্রহনের পরও পুজোর কাজে বহাল রাখা হয়েছে। ট্রাস্টের অধীনে কোচবিহার জেলায় একটি মাজার সহ ২২ টি মন্দির ও বেনারসে একটি মন্দির আছে। মদনমোহন মন্দির সহ বেশ কয়েকটি মন্দিরে পুরোহিতের অভাব রয়েছে। দীর্ঘদিন থেকে নিয়োগ না হওয়ায় ট্রাস্টের গা ছাড়া মনোভাব নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। জানা গিয়েছে, ৭ টি পদে নিয়োগের জন্য ২২ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ১৮ মার্চ আবেদন জমা করার শেষ দিন ছিল। সেই সময় লোকসভা নির্বাচনের কারণে বাকি প্রক্রিয়া আটকে যায়। ট্রাস্টের সভাপতি তথা কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন, উপনির্বাচনের পরে বিষয়টি দেখা হবে।