আমুদরিয়া নিউজ : সোমবার থেকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস পরিষেবা। জানা গেছে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি পজিটিভ মেশিন সহ মোট পাঁচটি নতুন ডায়ালিসিস মেশিন বসানো হয়েছে উল্লেখ্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঁচটি ডায়ালিসিস মেশিন বিকল হয়ে যাওয়ায় জেলার কিডনি রোগীদের ডায়ালিসিস করানোর জন্য ছুটতে হচ্ছিলো পাশের জেলা কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ফালাকাটায় এই পরিষেবা চালু হওয়ায় জেলার কিডনি রোগীদের ডায়ালিসিস করানোর জন্য আর ছুটতে হবেনা কোচবিহারে। এখন তারা ফালাকাটাতেই ডায়ালিসিস করাতে পারবেন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও দশটি নতুন ডায়ালিসিস মেশিন বসানোর কাজ চলছে। স্বাস্থ্য দপ্তরের আশা খুব দ্রুত সেগুলি বসানোর কাজ শেষ হবে ও কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস পরিষেবা দ্রুত জেলা হাসপাতালে চালু করা সম্ভব হবে।