আমুদরিয়া নিউজ : মহাকাশে চকচক করছে একটি গ্রহ। সেটির এমনভাবে চকচক করছে যে দেখে মনে হচ্ছে হিরে। সম্প্রতি নাসার ক্যামেরায় এমনই একটি গ্রহ ধরা পড়েছে। এটি পৃথিবীর থেকে প্রায় ৫ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করছেন এখানে হিরে থাকতে পারে। তবে আপাতত মনে করা হচ্ছে যে এই গ্রহটিতে কার্বনের পরিমাণ বেশি। এই গ্রহটি নিয়ে নাসা আরও গভীর বিশ্লেষণের পথে যেতে চাইছে।
